Shanto Tomake Bhebe Lekha Lyrics

মন ভাল নেই
বারেবার মনে হয়
তুমি পাশে নেই
ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়।
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিস্বঃ
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটাই।
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিস্বঃ
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটাই।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আস্‌লে হাসবে কে আমার বাগিচায়
তোমার জন্যে বেদনায় গান লিখেছি
বুকের সব স্মৃতিগুলো এক করে সূর বেঁধেছি
মনে একটাই সুখ পাব
আমাকে খুব ভালবাস তুমি তাই
ভালবাসি তোমায় এতটাই।

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিস্বঃ
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটাই।

জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
এই সব কস্টে আছো আমায় না দেখে
কতদিন দেখিনি তোমার মুখখানি
ক্ষনিকের জন্য থাকো আজ এইখানে
এই তুমি আসবে আবার জীবনে কারণ
ভালবাসো আমায় এতটাই।

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিস্বঃ
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটাই।

See also:

87
87.8
Ungu Ft. Rossa Tercipta Untukmu (Acoustic) Lyrics
Alive Rebecca St. James Lyrics