Ornob Amar Hariye Jawa Lyrics
আমার হারিয়ে যাওয়া,তুমুল কালো মেঘ।
তোর হারিয়ে যাওয়া, কাঁশের বনে।
আমার পাট হয়েছে চুলের সিঁথি আর শার্ট,
তোর ঝাট পরেনি দু দিন ঘরের কোণে,
তুমুল কালো মেঘ।
আমার সময় হলো অন্তঃবিহীন পথ
তোর সময় হলো নিরব যন্ত্রণা,
আমার একলা, একলা কেবল লাগে
তোকে ভীড় করেছে বিচ্ছিরি মন্ত্রণা।
See also:
JustSomeLyrics
91
91.66
Jerry Lee Lewis Mona Lisa Lyrics
Elektrock Menari Lyrics