18.Jermir Behala Lyrics

চুপি চুপি রাত নেমে এলে পরে ভাংগা জানালার শার্সিটা খুলে যায়
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা
পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত কে জানে কিসের আক্ষেপ...
তাই মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে
ফিরে ফিরে আসে বেহালার মাস্টার।

লা লালা...............

একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা...
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোড়া সোনাটা
হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা...
চলে এসো তুমি রডনস্ট্রিটের কালি ঝুলি মাখা পোড়ো বাড়িটায়...

লা লালা...............

লোভী প্রোমোটার হাঁসফাস করে, পায়নি খুঁজে বাড়িটার দলিল
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে...
তবু সাহস করেনি কেউ এখনও গেট টপকাতে লোডশেডিং হলে...
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরমির বেহালা

লা লালা...............

কে জানে কবে ভেঙ্গে দিয়ে এই রঙ্গীন শার্সি পুরনো কড়িকাঠ
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরনো কলকাতা
অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে তুমি জেরমির বেহালা

লা লালা...............

See also:

109
109.28
Cassa Loco-Cine Are Noroc Are [ www.Hituri.net ] Lyrics
Various Together Again-Emmylou Harris Lyrics