Paper Rhyme Ondhokar Ghore Lyrics

অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে জানি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকশ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো দেখো আজ পথে জালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকু দুহাত আকড়ে ধরে

কিছু পুরোনো গান কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে
কালো ঘরটা আঁধারে সরে যায়
আমার এই জগৎ বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যু কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকশ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো দেখো আজ পথে জালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকু দুহাত আকড়ে ধরে

আমার সত্ত্বা ধুলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এইখানে
আমি রয়েছি তোমায় অপেক্ষায়

See also:

15
15.13
Hai du-ma pe o stea by www.e-regele.net Lyrics
DDR-Dance Dance Revolution Butterfly (japanese techno) Lyrics