Meghdol Chena ochena Lyrics
চেনা অচেনা
আলো আঁধারে
চলতি পথে কোন বাসের ভীড়ে।
কালো ধোঁয়ায় ধোয়া এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরন্যে।
তবু অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
বুনে চলেছি অশ্রুপ্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত।
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরন্যে।
নৈঃশব্দে
অমৃতলোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবু অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
বুনে চলেছি অশ্রুপ্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত।
See also:
JustSomeLyrics
19
19.56
Wibal Y Alex Saca Las Garras Lyrics
Kristeen Young Rotting On The Vine Lyrics