Krishno Koli Icche Moton Lyrics

ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি
বেহাত শুধু খেদ।

ইচ্ছেমতন ইচ্ছে গুলি
করছে উড়াউড়ি
ইচ্ছেমতন ঘোরাও লাটিম
ইচ্ছেমতন ঘুড়ি।

বর্ণভেদী জলের মতন
ইচ্ছে থাকে স্থির
মন খারাপের রঙ গুলো তাও
করছে চোখে ভীড়।

ইচ্ছে মতন কাজ খুজে নেই
ইচ্ছেমতন কাম
নিরুৎসাহে জ্বলতে থাকে
অন্ধকূপের ঘাম।

ঝাড় জংগলে মা মংগলে
রেহাই ঠেকায় সেই
প্রাত সন্ধ্যায় প্রত্যহ তাই
পায়ের কাছে দীপ তবু
ইচ্ছে সবার ভীন।

ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি
বেহাত শুধু খেদ।

ইচ্ছেমতন ইচ্ছে গুলি
করছে উড়াউড়ি
ইচ্ছেমতন ঘোরাও লাটিম
ইচ্ছেমতন ঘুড়ি।

বেঁচে থাকুক ইচ্ছে বুকের
বাঁচুক স্বপ্ন মাথার
দুনিয়া যতই যাক না পঁচে
ইচ্ছে থাকুক বাঁচার

ইচ্ছেমতন ইচ্ছে গুলি
করছে উড়াউড়ি
ইচ্ছেমতন ঘোরাও লাটিম
ইচ্ছেমতন ঘুড়ি।

See also:

49
49.4
Augustana Augustana - Sunday's Best Lyrics
鄭中基 黑風暴雨 Lyrics